আরেকটি একরতফা নির্বাচনের পায়তারায় ভোটারদের মধ্যে এখনও গভীর উদ্বেগ ও আশঙ্কা রয়েছে

0
282

খবর৭১:বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শেষে আজ এক বিবৃতিতে বলেছেন, এখনো পর্যন্ত দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম কোন পরিবেশ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন দৃশ্যমান ও বিশ^াসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসন এখনও পর্যন্ত কার্যত: সরকার ও সরকারি দলের নির্দেশনা অনুযায়ী তৎপর রয়েছেন। এখনও বিধি অনুযায়ী নির্বাচন কমিশন জনপ্রশাসনসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের উপর কোন সাংবিধানিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। এখনো পর্যন্ত এরা আরেকটি একতরফা নির্বাচনের ছক বাস্তবায়নের কাজে ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকার দলের সন্ত্রাসীদের দৌরাত্মে বাম জোট ও বিরোধী দলীয় প্রার্থীরা নির্বাচনী মাঠে থাকতে পারছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বিরোধীদলের প্রার্থীদের জন্য যেন ১৪৪ ধারা জারি করা হয়েছে। এইসব কারণে জনগণের মধ্যে ৩০ ডিসেম্বরর নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা বিরাজ করছে।

বিবৃতিতে তিনি বলেন, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃশ্যমান কার্যকরী বিশ^াসযোগ্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। তা না হলে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও জনরোষের মুখোমুখি হতে হবে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গত তিনদিনে সিরাজগঞ্জের চৌহালী, বেলকুচি, নাটোরের লালপুর, বাগাতিপাড়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে বামজোট মনোনীত কোদাল মার্কার প্রার্থী যথাক্রমে আব্দুন নূর, আনছার আলী দুলাল, ছামিউল আলম রাশু’র নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সাইফুল হক আগামী দু’দিন সিলেট ও মৌলভীবাজার সফর করবেন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামীকাল ২০ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুর-গোয়াইন ঘাটের পার্টির কোদাল মার্কার প্রার্থী অধ্যাপক মনোজ কুমার সেন ও ২১ ডিসেম্বর কুলাউড়ায় পার্টির আরেক প্রার্থী প্রশান্ত দেব ছানা’র কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগ ও সমাবেশে অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here