আরিজোনার কংগ্রেস আসনে জয় পেয়েছে রিপাবলিকান দল

0
327

খবর৭১:মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনার কংগ্রেস আসনে জয় পেয়েছে রিপাবলিকান দল। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে দলটি সামান্য ভোটের ব্যবধানে জয় লাভ করেছে বলে জানা গেছে।

ডেমোক্রেটিক প্রার্থীকে হারিয়ে আসনটি নিজেদের কাছে রাখতে সমর্থ হলো রিপাবলিকানরা।
জানা গেছে, রিপাবলিকান প্রার্থী ডেবিই লেসকো ৫২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী হিরাল টাইপারনেনি পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট।

আগের নির্বাচন থেকে এবারের নির্বাচনে রিপাবলিকানদের ভোট অনেক কমেছে। ডেমোক্রেটিকদের ভোট বেড়েছে। আগের নির্বাচনে রিপাবলিকানরা পেয়েছিল ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। অপরদিকে ডেমোক্রেটরা পেয়েছিল ২৭ দশমিক ৯ শতাংশ ভোট।

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিতর্কিত ইস্যুর কারনে এই নির্বাচনকে প্রেসিডেন্টের জনপ্রিয়তার পরীক্ষা হিসাবেই দেখছে সবাই।
আরিজোনার নির্বাচনে ভোটের ব্যবধান কম হওয়াতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা ভালো করবে বলে সবাই মনে করছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here