আমিনবাজারে ট্যাক্সি ক্যাব নদীতে; ১৩ ঘণ্টার পরও সন্ধান পাওয়া যায়নি!

0
564
আমিনবাজারে ট্যাক্সি ক্যাব নদীতে
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতা। ছবিঃ মাহিউদ্দিন আব্দুল্লা।

খবর৭১ঃ সাভার আমিনবাজারের সালেহপুর এলাকায় রোববার রাতে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ক্যাব তুরাগ নদীতে পড়ে যায়। ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নিপ্রাইভেটকার ও যাত্রীর। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ট্যাক্সি ক্যাব সালেহপুর সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে তুরাগ নদীতে পড়ে যায়। সামনে থাকা একটি বাসকে অতিক্রম করার চেষ্টার সময় ট্যাক্সি ক্যাবটি সেতুতে ওঠার আগেই নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
সাভার জোনের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন বলেন, সেতুর আগে নিরাপত্তামূলক ছোট খুঁটি বেঁকে গেছে। এতে ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, এ ঘটনার পর খবর পেয়ে থানা-পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here