আফগানিস্তানে তালিবানের হামলা, ৪১ পুলিশ নিহত

0
285

 

খবর৭১:আফগানিস্তানে পৃথক দুটি হামলায় দেশটির ৪১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শনিবার আফগানিস্তানের উত্তর কান্দুজ ও পশ্চিম হেরাত প্রদেশে তালিবানরা দু’দফায় এ হামলা চালায়। আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে ভয়েজ অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, তালিবান জঙ্গিরা শুক্রবার দিবাগত রাতে উত্তর কান্দুজ প্রদেশের কালা-এ-জাল জেলায় একটি পুলিশ পোস্টে হামলা চালায়। এই হামলায় ২৪ জন স্থানীয় পুলিশ (এএলপি) সদস্য নিহত হন।

এদিকে, পশ্চিম হেরাত প্রদেশের জাওয়াল জেলায় আফগান ন্যাশনাল আর্মির (আনা) চেকপোস্টে শনিবার বিকেলে দ্বিতীয় দফা হামলা চালায় তালিবান জঙ্গিরা। এ হামলায় ১৭ জন পুলিশ সদস্য নিহত হন।

এই হামলার দায় স্বীকার করেছে তালিবানরা। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর সামরিক সরঞ্জামাদি জব্দ করেছে তারা।

প্রসঙ্গত, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৃহস্পতিবার তালিবানদের সাথে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা দেন। এরপর তালিবানরাও ঈদের তিন দিন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

সূত্র: জি-নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here