আফগানদের বিপক্ষে ‘হেডকোচ’ ওয়ালশই

0
278

খবর ৭১ঃ শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ‘হেডকোচ’ হিসেবে দায়িত্ব সামলেছিলেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। খুব খারাপ করেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গিয়েছিলেন প্রথমবারের মতো একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট জয়ের দ্বারপ্রান্তে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ওয়ালশের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের থেকেই ‘প্রধান কোচ’ বলে কিছু নেই সাকিব-তামিমদের। জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ খেলেছেন কোনো প্রধান কোচ ছাড়াই। কোচ খুঁজে পেতে দেরি হওয়ায় মার্চে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ওয়ালশকেই প্রধান কোচের দায়িত্ব পালন করতে হয়েছিল। এরপর দুই মাস কেটে গেলেও নতুন কোনো ‘প্রধান কোচ’ এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।
সম্প্রতি বিসিবিকে প্রধান কোচ খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়ে ঢাকায় পা রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন প্রধান কোচ কারস্টেন খুঁজে দেবেন বলে জানিয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। ৩, ৫ ও ৭ জুন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ২৯ মে ঢাকা ত্যাগ করবে সাকিব-বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here