আন্দোলনের ভয়-ভীতি দেখিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয়—এমপি মুহিবুর রহমান মানিক

0
418

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, নির্বাচন এলেই বানচালের চেষ্টায় বিএনপি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। নির্বাচিত সরকারকে হঠিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার বিভিন্ন পন্থা খোঁজছে বিএনপি। তিনি বলেন, আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় যেতে হলে জনগণের ভালবাসা ও গ্রহনযোগ্যতা অর্জন করতে হয়। সংবিধান পরিপন্থি কাজ ও আন্দোলনের ভয়-ভীতি দেখিয়ে সরকার পরিবর্তন করা সম্ভব নয়। গতকাল সোমবার সকালে ছাতক সদর ইউনিয়নের ৬৩ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে আন্ধারীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমতিয়াজ আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য জালাল উদ্দিন শান্তর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় এমপি মানিক আরো বলেন, ছাতক সদর ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকান্ডের তিনি ও আওয়ামীলীগ জড়িত। ছাতক-সুনামগঞ্জ সড়কের উদ্বোধনী কাজ তার হাত দিয়েই শুরু হয়। আগে এ ইউনিয়নের মানুষ ল ও নৌকায় যাতায়াত করতো। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোঁয়ায় এখন গাড়ি নিয়ে বসত ঘরের আঙ্গিনা পর্যন্ত যেতে পারছে। দেশের বিদ্যুতের অভুতপূর্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহর মধ্যেই ছাতক উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হবে এবং ছাতক-দোয়রায় শতভাগ বিদ্যুতায়িত হবে সংসদ নির্বাচনের আগেই। শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে ছাতক-দোয়ারার উন্নয়ন বিগত যেকোন সময়ের চেয়ে ঈর্শ্বনীয়। সরকারের ধারাবাহিতা রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন এমপি মানিক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র উপ সচিব ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প ানন বালা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউআরসি ইনষ্ট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি হাজী ওবায়দুর রউফ বাবলু, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজমুল হোসেন। এসময় আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজল হোসেন, আফতাব আলী, ফয়জুল কবির লাকি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জন দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মিয়া মেম্বার, সদস্য খায়রুল ইসলাম, আব্দুস ছালাম মেম্বার, মুহিবুর রহমান মেম্বার, মকসুদুল হাসান আতর মেম্বার, আব্দুল মালিক মেম্বার, সমরোজ আলী মেম্বার, আওয়ামীলীগ নেতা আমির আলী, উপাধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন, মাদ্রসা সুপার কামরুজ্জামান, মাওলানা শিক্ষক নিজান উদ্দিন, স্থানীয় আবুল হোসেন, মখজুল আলী, আসলম আলী, মাফিজ আলী, শাহ চেরাগ আলী, ফজর আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল হক তালুকদার, আবু বক্কর, রাসেল আহমদ, ইউসুফ আলম সুমন, এহসানুল হক, আবু তাহের, হেলাল আহমদ, কামাল আহমদ, মইনুল হোসেন, বদর উদ্দিন, রাজু আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, ছালেক আহমদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাহিদুর রহমান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here