আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্চ জিতেছে বাংলাদেশ

0
431

খবর৭১: আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের (আইবিও) এবারের আসরে ব্রোঞ্চ  জিতেছেন বাংলাদেশের প্রতিযোগী অদ্বিতীয় নাগ। শনিবার ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয় এবং পদক বিতরণ করা হয়।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের চার ক্ষুদে জীববিজ্ঞানী অংশগ্রহণ করেন। তারা হলেন- ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের মো. বায়েজিদ মিয়া, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রকৃতি প্রযুক্তি, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অদ্বিতীয় নাগ এবং সরকারি এমএম সিটি কলেজের তামজিদ হোসেন তানিম।

তাদের সঙ্গে দলনেতা ও উপনেতা হিসেবে ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সহ-সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. গাজী মো. জাকির হোসেন।

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে এবারই প্রথম পদক পেল বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশ অংশগ্রহণ করে। প্রতি দেশ থেকে চারজন প্রতিযোগী এবং দুইজন লিডার অংশ নেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here