আদালতে কোনো আইনজীবী রাখবেন না শ্বেত জঙ্গি টেরেন্ট

0
489

খবর৭১ঃনিউজিল্যান্ডের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে অর্ধশত মুসল্লিকে হত্যাকারী শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন টেরেন্ট আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেবেন না।

তিনি আদালতে নিজেই নিজের প্রতিনিধিত্ব করবেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় নারকীয় হামলা চালান ওই অস্ট্রেলীয় সন্ত্রাসী।

ব্রেনটন টেরেন্ট নামে ওই খুনির পক্ষে আদালতের নিয়োগ দেয়া আইনজীবী রিচার্ড পেটার্স সোমবার বলেন, আদালতের প্রাথমিক শুনানিতে তিনি নিজেই নিজের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন। তিনি কোনো আইনজীবী চাচ্ছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন এ ২৮ বছর বয়সী হামলাকারী।

টেরেন্ট বিচারের জন্য উপযুক্ত নয় বলে যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এ মামলায় আদালতে তিনি নিজেই নিজের প্রতিনিধিত্ব করতে চান। আর এটি যৌক্তিক বলও তিনি মন্তব্য করেন।

পেটার্স বলেন, মানসিক প্রতিবন্ধীত্বে ভুগছেন না এমন যে কেউ নিজেকে প্রতিনিধিত্ব করলে সেটি যৌক্তিক। হামলাকারী সম্ভবত বুঝতে পেরেছেন, কী ঘটতে যাচ্ছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here