আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মেক্সিকো

0
673

খবর৭১: নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে আজ মাঠে নামবে ব্রাজিল। চার বছর পর আবারও এ দুই দল মুখোমুখি হতে যাচ্ছে।

সোমবার (০২ জুলাই) রাত ৮টায় সামারা অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘জি’ থেকে সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল। অন্যদিকে গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে এসেছে জার্মানিকে হারানো মেক্সিকো।

প্রথম রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব আসরের সবচেয়ে বড় চমক দিয়েছিলো মেক্সিকো। তবে নিজেদের শেষ ম্যাচে খেই হারিয়ে ফেলে তারা। সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় দল। এতে করে আত্মবিশ্বাসে বড় ধরণের ধাক্কা খায় মেক্সিকো।

অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। সুইসদের সঙ্গে ড্র করে বসে সেলেসাওরা। তবে পরের ম্যাচে কেইলর নাভাসের বীরত্বে ৯০ মিনিটের গোলখরা কাটিয়ে কোস্টারিকাকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এরপর নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষেও ২-০ গোলের ব্যবধানে জয় পায় নেইমাররা।

এছাড়া ইতিহাস আর পরিসংখ্যান, সব জায়গায় যে তিতে বাহিনীর জয়জয়কার। ১৯৯০ এর পর আর কখনোই বিশ্বকাপের কোয়ার্টার খেলা থেকে সেলেসাওদের আটকাতে পারেনি কেউ। আর মেক্সিকোর সঙ্গে ৪০ দেখায় ১০ বার হারলেও, ব্রাজিলের জয় যে ২৩টিতে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here