আজ বিকাল সাড়ে ৩টায় জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট

0
303

খবর৭১:বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। চলমান বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।
এর আগে গতকাল বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, সংসদে কী হচ্ছে না হচ্ছে সব খোঁজখবর আমরা রাখছি। অনেক বিতর্কিত বিষয় আছে। তবে এখন আমরা এ বিষয়ে কোনো কথা বলবো না। পর্যবেক্ষণ করে আমরা লিখিতভাবে বলবো।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবো। জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। এদেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণকে সে মালিকের ভূমিকায় রাখতে হলে একটি সংগঠন প্রয়োজন।

সে সংগঠনের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে এসেছি। সে কাজে আমরা সফলতাও পেয়েছি।
সাংবাদিকদের তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা কাজ করে যাবো। এই শক্তি হচ্ছে দেশের জনগণ। এটা কথায় নয়, কাজে পরিণত করতে হবে।

দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গণফোরামের নিবাহী সভাপতি সুব্রত চৌধুরী, মোকাব্বির খান ও রেজা কিবরিয়া প্রমুখ।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here