আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
415
আজারবাইজানের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আজারবাইজানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বিকেলে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফর সঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনের সাধারণ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে অধিবেশনটি শুরু হয়। শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ এদিন বিকেলে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেন।

এদিকে প্রধানমন্ত্রী সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলীর সঙ্গেও বৈঠকে মিলিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here