আজও রাজধানীতে গনপরিবহনের সংকট

0
460

খবর৭১:দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভে ‘যানবাহন ভাঙচুরের প্রতিবাদে’ রাজধানীতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি।

শনিবার (০৪ আগস্ট) পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণপরিবহন সঙ্কট দেখা গেছে। তবে কয়েকটি পয়েন্টে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশেন) বাস চলতে দেখা গেছে। সেগুলোর সংখ্যা খুবই কম হওয়ায় একরকম যুদ্ধ করেই উঠতে হচ্ছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নগরীর বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, শত শত মানুষ রাস্তায় বাস ও অন্য পরিবহনের জন্য অপেক্ষা করছেন। দোলাইরপাড়, যাত্রাবাড়ি, গুলিস্তান, কাকরাইল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল ও পল্টন এলাকায় অফিস সময়ে অন্যান্য দিন যেখানে যানজট লেগে থাকে। সেখানে কোনো গণপরিবহন চোখে পড়েনি। পরিবহন না থাকার দুর্ভোগের সঙ্গে সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও যোগ দেয়। ফলে নাগরিকদের দুর্ভোগ আরো তীব্র হয়ে উঠেছে।

এই সুযোগে রাস্তায় থাকা রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাগুলো ভাড়া হাঁকাচ্ছে দুই থেকে চারগুণ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here