আগামী শনিবার উদ্বোধন হচ্ছে কাচঁপুর দ্বিতীয় সেতু

0
538

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করবেন। প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ এ বছরের জানুয়ারিতে শেষ হয়েছে। ১০মার্চ সেতুটির উদ্বোধনের কথা জানিয়েছিলেন সেতু ও সড়ক মন্ত্রী। তিনি অসুস্থ হওয়াতে পিছিয়ে এর উদ্বোধন।
বাংলাদেশের দুটি প্রধান নগর রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এতে অতিক্রম করতে হয়েছে শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতী নদী। ফলে ১৯৭৭, ১৯৯১ ও ১৯৯৫ সালে শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতী নদীর উপর দিয়ে নির্মাণ কারা হয় ২ লেন বিশিষ্ট কাঁচপুর সেতু এবং ২ লেন বিশিষ্ট মেঘনা ও গোমতী সেতু। সেতুটি বাস্তবায়ন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর। এ সেতু উদ্বোধনের ফলে যানজটের দুর্ভোগ কমে আসবে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here