আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে ঢাকায় জোনভিত্তিক লকডাউন

0
373
বাড়িতে করোনার রোগী থাকলেই বাড়ি লকডাউন

খবর৭১ঃ করোনাভাইরাস (কভিড১৯) সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রাজধানীসহ সারাদেশকে তিনটি জোনরেড, ইয়েলো গ্রিন ভাগে ভাগ করে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য জানা গেছে। আগামীকাল রবিবার থেকে পরীক্ষামূলকভাবে বেশি করোনা আক্রান্ত ঢাকার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে তা লকডাউন করে দেয়া হবে বলেও জানানো হয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কভিড১৯ বিষয়ক মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান গণমাধ্যমকে জানান, হটস্পট বা ক্লাস্টার এরিয়া বিবেচনায় শুরুতে আমরা পাড়া, মহল্লা বা ওয়ার্ড এলাকা লকডাউন করবো। শুরুতে সীমিত পরিসরে ঢাকার মধ্যেই লকডাউন করব। কারণ ঢাকাতেই কোভিড১৯ এর রোগী বেশি। পরে আমরা পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য জেলা শহরেও লকডাউনের পথে হাঁটব

তিনি বলেন, যেসব এলাকায় রোগী বেশি সেসব এলাকাকেরেড জোনবলে ঘোষণা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ওই এলাকা পুরোপুরি লকডাউন করে দেওয়া হবে। একই পদ্ধতিতে ইয়েলো গ্রিন জোন চিহ্নিত করা হবে। ক্ষেত্রে ইয়েলো জোনে কেউ খুব জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here