আওয়ামীলীগ নেতা এম.এ কাইয়ুম পাইক শরীয়তপুর জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত

0
329

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ নেতা এম.এ কাইয়ুম পাইক বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে জেলা নির্বাচন অফিসার সেক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক মৃত্যুতে এ ওয়ার্ডটি শূন্য হয়। শনিবার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এম.এ কাইয়ুম পাইক তালা প্রতীকে ৪৭ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়। এদিকে আওয়ামীলীগ নেতা এম.এ কাইয়ুম পাইক জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সখিপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাবেক সভাপতি হাবিবুর রহমান সিকদার, কাচিকাঁটা ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, চরসেনসাস ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন বালা, কহিনুর সুলতানা দোলা, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, ডিএম খালী ইউপি চেয়ারম্যান জসিম মাদবর, আরশিনগর ইউপি চেয়ারম্যান সামসুজ্জোহা রতন, চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হক মোল্যা, ইতালী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খালেক খালাসী, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর এ আলম আশিক , উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদার, সখিপুর থানার সভাপতি রাসেল আহম্মেদ পলাশ, সাধারন সম্পাদক সাকের হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সোমেল প্রমূখ।
পরে শরীয়তপুর জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য এম.এ কাইয়ুম পাইক দলীয় নেতাকর্মী নিয়ে প্রয়াত নাসির উদ্দিন পাইক কবর জিয়ারত করেন।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here