আইনজীবীদের ভুলে খালেদা জেলে: আইনমন্ত্রী

0
266

খবর৭১: নিজের আইনজীবীদের ভুলের কারণে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আ‌নিসুল হক। বলেছেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন।’

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্র‌শ্নের জবা‌বে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির আইনজীবীদের কী ভুল সে সম্পর্কে কিছু বলেননি মন্ত্রী।তিনি বলেন,‘বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

গত ৮ ফেব্রুয়া‌রি জিয়া অরফা‌নেজ ট্রাস্ট দুর্নী‌তি মামলায় খা‌লেদা জিয়া‌কে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় বিচা‌রিক আদালত। ওই মামলার বিরু‌দ্ধে খা‌লেদা জিয়া আ‌পিল কর‌লে গত বৃহস্প‌তিবার হাইকোর্ট তার আ‌পিল শুনা‌নির জন্য গ্রহণ করে এবং অর্থদণ্ড স্থ‌গিত ক‌রে।

১৫ দি‌নের ম‌ধ্যে তার বিচা‌রিক আদাল‌তের সব ন‌থি তলব ক‌রে আদালত। একই সঙ্গে তার জা‌মিন আ‌বেদ‌নের শুনা‌নির জন্য র‌বিবার দিন ধার্য ক‌রে।

গত র‌বিবার জা‌মি‌নের শুনা‌নি নি‌য়ে ওই ন‌থি আসার পর এ বিষ‌য়ে আ‌দেশ দেবে ব‌লে আ‌দেশ দেয় আদালত।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here