অস্ট্রেলিয়া যাওয়ার পথে প্রতারিত হয়ে দ্বীপে আটকা ১০১ বাংলাদেশি

0
254

খবর৭১ঃ অস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকরির উদ্দেশ্যে দেশ ছেড়ে প্রতারিত হয়ে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে আটকে পড়েছেন শতাধিক বাংলাদেশি।

রয়টার্স জানায়, গত দুই বছর অভিবাসনের প্রত্যাশায় ১০১ জন বাংলাদেশি পাচারকারীদের হাতে প্রতারিত হয়ে আটকে পড়েছেন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে।

ভালো বেতনে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নাম করে ভানুয়াতুতে এসব শ্রমিকদের নিয়ে আসা হয়।

জানা গেছে, আটকে পড়াদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, মানবপাচারের দায়ে কয়েকজন বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভানুয়াতু কর্তৃপক্ষ।

আটককৃতদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশি এ নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভানুয়াতু সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে বাংলাদেশ সরকার জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

এদিকে ভানুয়াতুর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালতের নির্দেশের অপেক্ষায় আছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here