অস্কারে সেরা পরিচালক গিলারমো দেল তোরো

0
326

খবর৭১: প্রথমবার অস্কার জিতলেন মেক্সিকোর নির্মাতা গিলারমো দেল তোরো। ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সুবাদে তিনি এ পুরস্কার জিতেছেন। তাকে সেরা পরিচালকের স্বীকৃতি তুলে দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন।

শুধু নিজেই নন, তার ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবিটি পেয়েছে সেরা ছবির তকমা। ছবিটি দিয়ে এবার সর্বাধিক চারটি বিভাগে সোনালি মূর্তি ঘরে তুলেছেন এ পরিচালক।

ছবিটিতে তিনি দেখিয়েছেন জলমানবের সঙ্গে দরিদ্র এক পরিচারিকার প্রেম।

গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকাসহ বড় বড় পুরস্কার জিতে অস্কার দৌড়ে এগিয়ে ছিলেন গুইলারমো দেল তোরো। ভেনিস উৎসবে স্বর্ণসিংহ পুরস্কারও আছে তার ছবির ঝুলিতে।

অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পাওয়া অন্যরা হলেন- ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পেলে (গেট আউট), গ্রেটা গারউইগ (লেডি বার্ড), পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড)।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হয় ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here