অসহায়দের পাশে ফেসবুক আইকন মামুন বিশ্বাস ও বেলকুচি ইউএনও ওলিউজ্জামান

0
382

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চার সন্তানের জনক সূর্য মিয়া। পেশায় রাজ মিস্ত্রী। অনেক কষ্টে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছিলেন সূর্য মিয়া। চার সন্তানের মধ্যে ৩টি ছেলে ও ১টি কন্যা সন্তান। তিন ছেলে শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী সন্তান নিয়ে সূর্য মিয়ার জীবন অসহনীয় হয়ে যায়। ঠিক এমনই অবস্থায় ফেসবুক আইকন ও সাংবাদিক মামুন বিশ্বাস সূর্য মিয়ার বাড়িতে ছুটে যান। অসহায় সূর্য মিয়ার বাড়ি ধূকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে। সূর্য মিয়ার পরিবারের এই করুন অবস্থা দেখে মামুন বিশ্বাস তার ফেসবুকে পোষ্ট দেন। এই মানবতর পোষ্ট দেখে দেশ বিদেশের মানবতার প্রেমিকরা অর্থ পাঠিয়ে সূর্য মিয়ার পাশে দাঁড়ায়। ফেসবুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে বুধবার বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের উপস্থিস্তিতে অসহায় সূর্য মিয়াকে দুটি ষাড় গরু তুলে দেওয়া হয়। এসময় আরো উপস্হিত ছিলেন বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ,যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল,যায়যায়দিন পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম সহ বিভিন্ন গনমাধ্যমের কর্মীবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জাম সূর্য মিয়াকে প্রতিবন্ধী ভাতা সহ সরকারে সকল সুযোগ সুবিধা যাতে যথাযথো ভাবে পায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবেন বলে কথা দেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here