অর্থ সংকটে হাসপাতাল ছাড়লেন অভিনেতা বাবর

0
320

খবর ৭১ঃ চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা বাবর দীর্ঘদিন ধরেই গ্যাংরিন ও যক্ষ্মা রোগে ভুগছেন। গত ৩ মে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে অপারেশন করে তার বাম পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়। নতুন খবর হলো, অর্থ সংকটের কারণে অপারেশনের দিবাগত রাতেই তাকে বাসায় ফিরতে হয়েছে।

৪ এপ্রিল, শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এই অভিনেতার স্ত্রী লতিফা বাবর।

তিনি বলেন, ‘ডাক্তার তাকে দু-তিন দিন হাসপাতালে থাকতে বলেছিল। তবে খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি; যার কারণে ওই রাতেই তাকে নিয়ে বাসায় চলে এসেছি। এখন চিন্তায় আছি মাঝেমধ্যে হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে হবে, সেটা কীভাবে কী করব, তা নিয়ে।’

লতিফা বাবর জানান, বাবর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছেন।

গত ৩০ এপ্রিল এই হাসপাতালে ভর্তি হন বাবর। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে ফুসফুসের সমস্যায় আক্রান্ত হন তিনি।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে বাবরের। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু হয় জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here