অবশেষে নিয়তির ফেরে আবারও জাতীয় দলে আবদুর রাজ্জাক রাজ

0
394

খবর৭১:অবশেষে নিয়তির ফেরে আবারও জাতীয় দলে ডাক পেলেন আবদুর রাজ্জাক রাজ। চট্টগ্রাম টেস্টে তিনি একাদশে সুযোগ না পেলেও চার বছর পর ঠাঁই পেলেন ঢাকা টেস্টের একাদশে। সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগিয়ে বসলেন তিনি। শুরুতেই ফিরিয়ে দিলেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে।

চার বছর পর রাজ্জাক একাদশে ফিরলেও প্রায় সাড়ে চার বছর পর আবারও টেস্ট উইকেট পেলেন তিনি। সর্বশেষ তিনি টেস্ট উইকেট পেয়েছিলেন ২০১৩ সালের ২৩ অক্টোবর, ঢাকার এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউই ব্যাটসম্যান টেন্ট বোল্টকে এলবিডব্লিউ করেছিলেন সেদিন তিনি।

এরপর যদিও আর একটি মাত্র টেস্ট খেলতে পেরেছিলেন রাজ্জাক। সেটা ২০১৪ সালের ৪ থেকে ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই টেস্টে মাত্র ৪ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। উইকেট পাননি। রান দিয়েছিলেন ৬টি। ফিগারটা দাঁড়াচ্ছে ৪-১-৬-০। এরপর থেকেই সাদা পোশাকে আর দেখা যায়নি বাংলাদেশের অন্যতম সেরা স্পিনারকে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here