অনুমতি ছাড়াই আবারো মঞ্চ ও গেট করছে কুতুববাগ

0
1772

খবর৭১:কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরশের জন্য অনুমতি ছাড়াই রাজধানীর ফার্মগেটে শহীদ আনোয়ারা পার্কে বানানো অস্থায়ী তোরণ, মঞ্চের বাঁশসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

অজিয়র রহমান বলেন, তারা অনুমতি ছাড়াই সেখানে অবৈধভাবে গেট তৈরি করেছিল। এছাড়া ওরসের উপলক্ষ্যে পার্কের ভেতরে মঞ্চ তৈরির জন্য রাখা বাঁশ এবং অন্যান্য সরঞ্জামও রাখায় সেগুলো জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল পার্কে আর বার্ষিক ওরশ পালন করবেন না। তারপরও অনুমতি ছাড়াই শহীদ আনোয়ারা পার্কে মঞ্চ এবং গেট তৈরির জন্য বাঁশ জমা করায় সেগুলো সরিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরে ঢাকার ফার্মগেট এলাকায় ইন্দিরা রোড ও খামারবাড়ির মাঝামাঝি আনোয়ারা পার্কে বার্ষিক ওরশ পালন করে আসছে কুতুববাগ দরবার শরীফ। কিন্তু গত বছর তারা প্রতিশ্রুতি দেন, এরপর আর ফার্মগেটে এ আয়োজন না করে ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে। কিন্তু ওই প্রতিশ্রুতি ভেঙে এ বছর আবারও তারা মঞ্চ বানানোর প্রক্রিয়া শুরু করায় ডিএনসিসি এ অভিযান চালায়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here