অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়া হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

0
509

খবর৭১: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, অনুপ্রবেশকারীদেরকে ইরানি জনগণের অধিকার লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না। জারিফ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার এক পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণের যেমন ভোটের অধিকার রয়েছে তেমনি প্রতিবাদের অধিকার রয়েছে। জনগণের কষ্টার্জিত এই অধিকার রক্ষা করা হবে এবং অনুপ্রবেশকারীদেরকে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্ঘাতমূক তৎপরতার চালাতে দেয়া হবে না।

বুধবার (০৩ জানুয়ারি) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডেতে এ খবর প্রকাশ করা হয়।

উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে ইরানে সরকারবিরোধী যে বিক্ষোভ চলছে তাতে শুরু থেকেই সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় তাদের আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতিও আহবান জানান তিনি। আগুনে ঘি ঢালতে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে বারবার ইরান সরকারকেই দুষছেন ডোনাল্ড ট্রাম্প।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here