অনাস্থা ভোটে মোদির জয়

0
310

খবর ৭১ঃ ভারতীয় পার্লামেন্ট লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বিপুল কণ্ঠভোটে জয় পেয়েছে মোদি সরকারে। সরকারের পক্ষে ৩২৫ জন সংসদ সদস্য (এমপি) আস্থা প্রকাশ করেন। আর অনাস্থা প্রস্তাবে ভোট পড়েছে ১২৬ টি। শুক্রবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

এর আগে প্রায় ১২ ঘণ্টা ধরে চলা সংসদের অধিবেশনের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কণ্ঠভোটের আহ্বান জানান। সেই ভোটাভুটিতে জয় হয় এনডিএ সরকারের।

সংশ্লিষ্টরা বলছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারের এই জয় প্রত্যাশিত-ই ছিলো।

তবে বিরোধীরা কতটা জোটবদ্ধ তা বুঝে নেয়ারও পরীক্ষা ছিলো এই অনাস্থা প্রস্তাব। বিরোধী শক্তি যে এখনো মোদীর বিপক্ষে শক্তিশালী হতে পারেনি মোটামুটি এটাই যেনো স্পষ্ট হলো এতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here