অনলাইন প্রেস ইউনিটির কাউন্সিলে প্রত্যয় চেয়ারম্যান ,নান্টু মহাসচিব

0
352

খবর ৭১ঃঅনলাইন প্রেস ইউনিটির পঞ্চম জাতীয় কাউন্সিলে সব্যসাচী লেখক প্রত্যয় জসীম চেয়ারম্যান ও নান্টু লাল দাস মহাসচিব নির্বাচিত হয়েছেন। ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর তত্বাবধায়নে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রেসিডিয়াম মেম্বার কথাশিল্পী রুহুল আমিন বাচ্চু, ঝর্ণা মনি, কবি আইরিন খান, জাফর সেলিম, সাজ্জাদ হোসেন শান্ত, লায়ন জেবিন সুলতানা কান্তা, সৈয়দ মনির আহমেদ, মনোয়ার হোসেন তৌফিককে মনোনীত করা হয়। একই সাথে সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চঞ্চল মেহমুদ কাশেম, বদরুল হায়দার, ফারুক আফিনদী, জসীম মাহমুদ, জালাল উদ্দীন সিদ্দিকী, আহমেদুল কবির খান কিরণ, অমল দাস, মুমতাহিনা মুন, নাজমুল হাসান, যুগ্ম মহাসচিব কবীর বাদশাহ, মাহামুদ হাসান তাহের, হাসিবুল হক পুনম, ইব্রাহিম খলিল প্রধান, ফেরদৌসী ইসলাম রত্না, আবুল কালাম আজাদ, নাঈমা ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান (ঢাকা) সহ-হরিদাস সরকার; কুতুব উদ্দীন রাজু (চট্টগ্রাম) সহ- মোশারফ এইচ সাগর; এস এম সোলায়মান (খুলনা) সহ-জাহিদ হাসান; শামীমা স্বাধীন (সিলেট), সহ- সৈয়দ রিয়াদ; আজমল হোসেন মামুন (রাজশাহী) সহ-নিয়াজ কমল; লোকমান হোসাঈন (বরিশাল) সহ- আহমেদ ফয়সাল, আনোয়ার হোসেন (ময়মনসিংহ) সহ-একে রহমাতুল্লাহ; রংপুর এস এম সাথী, সহ- কল্যাণ শীল; প্রচার সম্পাদক কামরুল হাসান, সহ প্রচার সম্পাদক ইলিয়াস হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক পলাশ ভৌমিক, সহ-দপ্তর ফুরকান আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুদীপ দেবনাথ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সমাজসেবা সম্পাদক আফরোজা মুন্নী, শিক্ষা সম্পাদক এমদাদুল হক, সহ শিক্ষা সম্পাদক হালিমা আক্তার, আরমান হোসেন, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার, সহ-নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রাব্বী হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রায়হান, লিটন দ্রং, রাম ঠাকুর, আন্তর্জাতিক সম্পাদক নাঈম উদ্দীন খান, সহ- সৈয়দ মুনতাসির রিমন; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন দাস, সহ-বৃষ্টি আক্তার, বিনোদন সম্পাদক সুমন চৌধুরী, সহ-আতাউর রহমান, মামুন হাসান, মাঈন সরকার, আইটি বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন মেহেদী, সহ- জাহিদুল ইসলাম জাহিদ, কার্যনির্বাহী সদস্য সদস্য- মোহাম্মদ হিরন, মোহাম্মদ টোকন, মো. হাসান, মো. মনির, মোজাহেদ হোসেন, জিয়াউদ্দীন, মো. মারুফ, মিনহাজ ভূঁইয়া, পপি আক্তার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান ঈদুল আযহার পরে অনুষ্ঠিত হবে বলে দপ্তর সম্পাদক জানিয়েছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here