অতিদ্রুতই পদ্মার ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে : এনামুল হক শামীম

0
253

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, নড়িয়ায় পদ্মার ভাঙনরোধে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিশেষ নজরদারি রয়েছে। পানি কমলে অতিদ্রুতই পদ্মার ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। সে লক্ষ্যে পদ্মায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। এছাড়াও ড্রেজিংয়ের জন্য সার্ভে চলছে। এমনভাবে ড্রেজিং করা হবে যাতে পদ্মার কোনপাড়েরই ক্ষতি না হয়। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার পদ্মার ভাঙন কবলিত এলাকায় কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, নড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মামুন মোস্তফা সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা নড়িয়াবাসীর পাশে আছেন। তিনি জানেন, নড়িয়াবাসী বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া কিছুই বোঝেন না। কারণ, বার বার এ এলাকায় নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নড়িয়ার মাটি আওয়ামীলীগ ও শেখ হাসিনার ঘাঁটি। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি ভাল থাকলে বাংলাদেশের মানুষ ভাল থাকবে। বাংলাদেশের প্রয়োজনেই তাঁকে বারবার ক্ষমতায় আনতে হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here