অটোরিক্সা চালকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে সৈয়দপুর ট্রাফিক আইন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

0
430

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকেঃ

অটোরিক্সা চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলা, সকলের মাঝে সচেতনতা সৃষ্টি, যাত্রীদের নিরাপত্তায় স্বাভাবিক গতিতে গাড়ি চালনাসহ যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে সৈয়দপুরে দিনব্যাপী অটোরিক্সা চালকদের ট্রাফিক আইন প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)’র উদ্যোগে সৈয়দপুর উপজেলা প্রশাসন শনিবার সকালে ওই কর্মশালার আয়োজন করে। সৈয়দপুর পৌরসভা ও নীলফামারী ট্রাফিক বিভাগের সহযাগিতায় সৈয়দপুর শ্রম কল্যাণ কেন্দ্র অডিটোরিয়াম ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র- যথাক্রমে মো.জিয়াউল হক জিয়া ও শাহিন আকতার। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর অটোবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মহসিন মন্ডল মিঠুসহ সৈয়দপুরের বিভিন্ন রুটে চলা অটোবাইক চালক সমিতির ইউনিট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। পরে অটোরিক্সা চালকদের ট্রাফিক আইন মেনে চলাসহ দূর্ঘটনা এড়াতে যাত্রীদের নিরাপত্তায় স্বাভাবিক গতিতে গাড়ি চালনার উপর অটোরিক্সা চালকদের সার্বিক বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন নীলফামারী ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন উপ- পরিদর্শক মো. রাশেদুল ইসলাম মন্ডল রাশেদ ও মো. আশরাফ কোরাইশি।
কর্মশালায় সৈয়দপুরের বিভিন্ন রুটে চলাচল করা তিন শতাধিক অটোরিক্সা চালকরা অংশ নেন। দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গড়া সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)’ র মো. আলমগীর হোসেন, নওশাদ আনসারী, মাসুম বিল্লাহ, আহসান হাবিব, খন্দকার আবিদা সুলতানা, জিনাত আরা জিতু, সোহেল রানা, আমিরসহ অন্যান্যরা।
কর্মশালায় অপ্রাপ্ত বয়স্কদের হাতে অটোরিক্সা না দেয়া, ফিটনেসবিহীন অটোরিক্সা অপসারণ, যেখানে সেখানে যাত্রী ওঠানামা না করানো, অটোরিক্সার ডান পাশে নিরাপত্তা লক চালু,নির্ধারিত রুটে চলাচল করার জন্য চালকদের নির্দেশনা দেয়াসহ প্রতিটি অটোরিক্সায় যাত্রী ভাড়ার তালিকা লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here