অং সান সু চির নোবেল ফেরত নেবেন না, নোবেল কমিটি

0
425

খবর৭১:রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি। ২৭ আগস্ট ২০১৮ সোমবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের রক্ষায় মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চি সরকার প্রধান হিসেবে নিজের ক্ষমতা কাজে লাগাননি অথবা তাদের রক্ষায় দায়িত্ব পালনে বিকল্পও অনুসন্ধান করেননি। এই প্রতিবেদন প্রকাশের পর সু চি’র নোবেল শান্তি পুরস্কার বাতিলের দাবি আবারও সামনে আসে।

বুধবার নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ জোয়েলস্টাড বলেন, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, পদার্থবিজ্ঞান, সাহিত্য বা শান্তিতে নোবেল দেওয়া হয় এ পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জনের মতো প্রচেষ্টা বা অতীতের অর্জনের জন্য। অং সান সু চি শান্তিতে নোবেল পেয়েছেন ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তার লড়াইয়ের জন্য। এছাড়া নোবেল পদকের নিয়ম অনুযায়ী, এ পুরস্কার প্রত্যাহারের কোনও সুযোগ নেই।

এর আগে সোমবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার উদ্দেশ্যে নির্বিচারে হত্যাযজ্ঞ ও সংঘবদ্ধ ধর্ষণ চালিয়েছে বর্মি সেনাবাহিনী। এ ঘটনায় আন্তর্জাতিক আইনের আওতায় মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং এবং আরও পাঁচজন জেনারেলের রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। পাঁচ জেনারেলের এজন ব্রিগেডিয়ার জেনারেল অং অং। যার নেতৃত্বে ৩৩তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন পরিচালিত হয়। এই জেনারেলের অধীনস্ত এলাকা উপকূলীয় গ্রাম ইন দিনে ১০ রোহিঙ্গাকে ধরে হত্যা করা হয়েছিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here