বাংলাদেশি দক্ষ-অদক্ষ কর্মী নেবে ইতালি, খুলছে ভিসার দুয়ার

0
40

দীর্ঘদিন পর ইতালির শ্রমবাজারে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। এছাড়াও ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, ইতালির সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের যোগাযোগ চলছে একটা মাইগ্রেশন চুক্তির ব্যাপারে। মঙ্গলবার সেই চুক্তি হবে। ইতালি সরকার বিভিন্ন সেক্টরে শ্রমিক নেবে। শ্রমিক নেওয়ার সংখ্যাটা অনেক বড় হবে, আশা করি। পাশাপাশি ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় আইটি সেক্টরসহ বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক নেবে।

তিনি বলেন, প্রতি বছর সাগর পাড়ি দিয়ে বহু বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন। অনেকে মারা যাচ্ছেন, লিবিয়া বন্দী থেকে নির্যাতনের শিকার হচ্ছেন। এই সংকট দূরীকরণে ইতালির সঙ্গে কার্যকর সমাধানের জন্য আলোচনা হবে।

ওয়ার্ক পারমিট পাওয়া অনেক ভিসাপ্রত্যাশীর ফাইল ইতালি ইম্বাসিতে আটকে আছে দীর্ঘদিন থেকে। এই ফাইলগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়ে আমাদের সুপারিশ থাকবে বলে জানান উপদেষ্টার একান্ত সচিব। জানা গেছে, আজ (সোমবার) দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here