উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

0
32

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা শনিবার জানিয়েছে, ৪৫০ কিলোমিটার পাল্লার আবদালি অস্ত্র ব্যবস্থার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। খবর ডনের।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত ক্ষমতাসহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা এই সাফল্যে সংশ্লিষ্ট সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
আইএসপিআর আরো জানায়, ‘তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা প্রতিরোধক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম।’
এই উৎক্ষেপণটি এমন একসময়ে হয়েছে, যখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে।
সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটি ২০০০ সালের পর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।
ভারত প্রমাণ ছাড়াই হামলার পেছনে পাকিস্তানের জড়িত থাকার কথা বলেছে। তবে পাকিস্তান এটি প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এর পর থেকেই সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here