চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায়: মির্জা ফখরুল

0
31

চীনের কমিউনিস্ট পার্টি অন্যদেশের বিষয়ে হস্তক্ষেপ করে না তবে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ কোনো কথা বলেননি। তারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সাথে পুরানো সম্পর্ক রয়েছে। কিন্তু ১৫ বছর ফ্যাসিস্ট সরকার সেটা কন্টিনিউ করতে দেয়নি। এখন আমদের সম্পর্ক গভীর হয়েছে। সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির ও বিএনপি মিডিয়া সেল সদস্য মিসেস মাহমুদা হাবিবা।
চীনের প্রতিনিধি দলের সদস্যরা হলেন আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-পরিচালক মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত মিসেস লিউ হংরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here