নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ

0
32

বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের সবশেষ ম্যাচে আজ পাকিস্তানের কাছে হারায় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নিতে সামনে ছিল কঠিন সমীকরণ। পাকিস্তানে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে উড়িয়ে মূল পর্বের যাওয়ার জন্য সহজ পথ বানিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর, শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারে টাইগ্রেসরা। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ছিল জ্যোতির দল। তবে সব শঙ্কা উড়িয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী দল।

টানা দুই হারে বাংলাদেশের নেট রানরেট নেমে দাড়িয়েছিল ০.৬৩৯। বাংলাদেশের এই নেট রানরেট টপকে যেতে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৭ রান করতে হতো ১০.১ ওভারের মধ্যে।

তবে এমন সমীকরণ সামনে রেখে থাই মেয়েদের বিপক্ষে খেলতে নেমে তা করতে পারেনি ক্যারিবীয়রা। থাইল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলেও। ম্যাচটি ক্যারিবীয়রা জিতেছে ১০.৫ ওভারে। ফলে নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে পারেনি দলটি। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩। আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪।

ক্যারিবীয়রা সমীকরণ মেলাতে না পারার কারণেই কপাল খুলেছে বাংলাদেশের। বাছাইপর্বে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জ্যোতির দল। সেই সঙ্গে নিশ্চিত হইয়েছে বিশ্বকাপের মূল পর্বে খেলাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here