খাগড়াছড়িতে ৩ দিনেও খোঁজ মেলেনি অপহৃত ৫ চবি শিক্ষার্থীর

0
44

তিন দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত ৫ চবি শিক্ষার্থীসহ ৬ জন। অপহৃতদের উদ্ধারে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে জেলা সদরের পানখাইয়াপাড়া, মধুপুর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালিত করে। এ সময় সন্দেহজনক বসতবাড়ি ও পরিবহনে তল্লাশি চালানো হয়।

তিন দিন অতিবাহিত হলেও এখনও থানায় কোন অভিযোগ করেনি পরিবার।

আইনশৃঙ্খলাবাহিনীর একাধিক সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। দুর্বৃত্তরা অপহৃতদের যেসব স্থানে রাখতে পারে এমন সম্ভাব্য স্থান গুলোতে অভিযানের অংশ হিসেবে তল্লাশি করা হচ্ছে। অভিযানে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সেনাবাহিনীর একাধিক জোন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন।

গেল বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ী ছাত্র পরিষদের নেতাসহ ৫ শিক্ষার্থী সহ ৬ জন অপহৃত হয়। এ ঘটনার জন্য জেএসএস থেকে ইউপিডিএফকে দায়ী করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here