মাছ রেখে ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিল মায়ানমার

0
15

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছ থেকে আটক করা বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মায়ানমার নৌবাহিনী। তবে ট্রলারে থাকা মাছগুলো রেখে দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলেদের ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।এর আগে বুধবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়।

এর পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বুধবার দুপুরে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মায়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মায়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে নিয়ে যাওয়া ছয়টি ট্রলারের মালিকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক।তাঁদের মধ্যে মো. শফিকের মালিকানাধীন দুটি ট্রলার রয়েছে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৯ জেলেকে ফিরিয়ে এনেছিল বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here