বৃষ্টিতে ভিজল রাজধানী

0
17

আগামী দুই থেকে তিন দিন রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস দেয়ার একদিন পরেই আজ সন্ধ্যার পর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি।

শনিবার সন্ধ্যা ৬টার পরই রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় হয় বৃষ্টিপাত। অসময়ের এই বৃষ্টিতে বেশ ভোগান্তিতেই পড়েছে রাজধানীবাসী। জীবিকার প্রয়োজনে রাস্তায় বা বাসার বাইরে থাকা অনেককেই ভিজতে হয়েছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে শীতের মাত্রা বেড়ে গেলে কষ্টে পড়বে গৃহহীন মানুষগুলোও।

আগামী দুদিন সারা দেশেই বৃষ্টি হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, খুলনা, রাজশাহী আর রংপুর বিভাগের বেশির ভাগ জায়গাতেই নামতে পারে বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে সারা দেশের দিনে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। রাতে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছে, সাম্নের দুই থেকে তিনদিন সারাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস। মাঝরাত থেকে আবার সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here