‘আইন মেনে চললে জনগণের সেবা ছাড়া ডিসিদের আর কোনো কাজ নেই’

0
18

আইন, নীতিমালা ও সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ করা ছাড়া জেলা প্রশাসনকদের (ডিসি) আর কোনো কাজ নেই বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তাই আমাদের কথা একটাই- আইন অনুযায়ী চলেন, আপনার বিবেক মতো চলেন। আপনাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা আইন ও সংবিধান লঙ্ঘন করে, বলেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

আসিফ নজরুল বলেন, ‘আজকের ডিসি সম্মেলন আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় এটা খুব জরুরি ছিল। ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন, বাস্তবায়নে কী কী সমস্যা আছে ওনাদের থেকে কেউ ভালো জানেন না।’

তিনি বলেন, ‘ডিসিরা আমাদের বললেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের যখন ধরা হয়, তখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছেন। এটা ওনাদের কনসার্ন।

অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, আদালতের কাজই তো হচ্ছে উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। এ ধরনের কিছু সমন্বয়ের ব্যাপার আসছে।

আইন উপদেষ্টা বলেন, ‘ডিসিদের বলেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার ক্ষেত্রে আমাদের সলিসিটর যে উইং আছে, তারা আরো ভালোভাবে সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে, সেটা বলেছি। ডিসি অফিসগুলোতে ম্যাজিস্ট্রেটের আদালতে রয়েছে স্থান-সংকুলানের সমস্যা। সেটার সমাধানের জন্য কি করা যায়, সেই বিষয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা তাদের একটি অনুরোধ করেছি- যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর ছাত্ররা কয়েক মাস সময় পায়।

ওই সময়টাতে ওনারা যেন তাদের টিটিসিতে নিয়ে আসেন ট্রেনিং দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here