ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

0
20
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট-এ যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। ব্যারিস্টার জায়মা রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী। এছাড়াও তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপি প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট-এ অংশগ্রহণের জন্য বিএনপি’র একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। গত ১০ জানুয়ারি আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন—
•বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
•বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
•জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তবে তারেক রহমান ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র সফরে না গিয়ে তার প্রতিনিধি হিসেবে কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে পাঠিয়েছেন।
বিশ্বনেতাদের মিলনমেলা
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট-এ মার্কিন কংগ্রেস ও সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হলো এক বিশেষ আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক ভিন্নমত ভুলে বিশ্বশান্তি ও মানবতার জন্য একসঙ্গে প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে এটি একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন হিসেবে পরিচিত।
এই সফরের মাধ্যমে ব্যারিস্টার জায়মা রহমানের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথমবারের মতো আনুষ্ঠানিক উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার এ অংশগ্রহণ নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here