আইন ও অপরাধপ্রধান খবর অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার By B K - November 6, 2024 1:34 am 0 116 Share on Facebook Tweet on Twitter অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উওরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি উত্তরা রওনক জাহান।