দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না, সরকারকে খসরু

0
37

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে, মানুষের মৌলিক সমস্যা সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না।

শুক্রবার (২১ জুন) প্রায় দেড় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় তিনি দেশের সব খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, দলের রদবদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটা স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া।

দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here