খবর ৭১:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ফের কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ রবিবার দিবাগত রাত ২টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
সোমবার সকাল ৯টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে নেয়া হয়।
এর আগে রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হাওয়ায় রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সেই বৈঠকের সিদ্ধান্তেই তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে সকাল ৯টার দিকে তাকে আবারও কেবিনে নেয়া হয়।