দেশের সব জায়গায় দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে: প্রধান বিচারপতি

0
107

খবর ৭১: বিচার বিভাগসহ দেশের সব জায়গায় দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি মিলে যদি একসঙ্গে উদ্যোগ নিই তাহলে বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ করা কঠিন কোনো কাজ হবে না। দুর্নীতি নিশ্চয়ই কমবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় আদালতকে রাজনীতির সঙ্গে না জড়াতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে না। রাজনীতিবিদদের বলবো রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে জড়াবেন না, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here