ফ্রান্সে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে, গ্রেপ্তার ৯১৭

0
48

খবর ৭১: ফ্রান্সে তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার জেরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিযন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (১ জুলাই) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।
তবে দাঙ্গা স্তিমিত হয়ে আসছে বলে দাবি করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
শুক্রবার রাতে প্যারিসের পশ্চিমাঞ্চলীয় এলাকা ইভেলাইনস পরিদর্শনে গিয়ে তিনি এমন দাবি করেন। ডারমানিন জানান, বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার কম সংঘাত হয়েছে। এদিন প্রায় ৪৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সহিংসতার তীব্রতা অনেক কম ছিলো এবং কিছু কিছু এলাকায় পরিস্থিতি অনেক শান্ত ছিল।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, প্যারিস ছাড়াও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গত ২৬ জুন প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকেই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়।

রয়টার্স এর তথ‌্য মতে, ২০১৭ সাল থেকে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে যত জন নিহত হয়েছে তার বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। এ বছর ফ্রান্সে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে মৃত্যুর এটা দ্বিতীয় ঘটনা। গত বছর ফ্রান্সে এভাবে রেকর্ডসংখ্যক মোট ১৩ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here