রুপিতে বাণিজ্য করতে চায় না রাশিয়া

0
133

খবর ৭১: রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির প্রচেষ্টা স্থগিত করেছে ভারত ও রাশিয়া। কয়েক মাস আলোচনার পর মস্কোকে তার কোষাগারে রুপি রাখতে রাজি করাতে ব্যর্থ হয়েছে ভারত। দেশটির দুই সরকারি কর্মকর্তা এবং বিষয়টির বিষয়ে জ্ঞান রয়েছে এমন ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মস্কোর এই সিদ্ধান্তের ফলে রাশিয়া থেকে সস্তায় তেল এবং কয়ল কেনা ভারতীয় আমদানিকারকদের জন্য একটি বড় ধাক্কা হবে। বৈদেশিক মুদ্রা রূপান্তর খরচ কমাতে সাহায্য করার জন্য ব্যবসায়ীরা রুপির স্থানীয় লেনদেন ব্যবস্থার অপেক্ষায় ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় সরকারি কর্মকর্তা, রাশিয়ার পক্ষে উচ্চ বাণিজ্য ব্যবধানের কারণে, মস্কোর বার্ষিক চার হাজার কোটি ডলারের বেশি রুপি উদ্বৃত্ত থাকবে। তাদের বিশ্বাস, বিপুল অংকের এই রুপি জমা হওয়া ‘কাঙ্খিত নয়’।

ভারতের অর্থ মন্ত্রনালয়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং রাশিয়ান কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্স জানিয়েছে, রুপি পুরোপুরি পরিবর্তনযোগ্য নয়। পণ্যের বৈশ্বিক রপ্তানিতে ভারতের অংশ মাত্র ২ শতাংশ এবং এই কারণটি অন্যান্য দেশের জন্য রুপি ধরে রাখার প্রয়োজনীয়তাকে হ্রাস করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here