খবর৭১: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে আগেই জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছেন টাইগাররা।
বুধবার সফরকারীদের হারাতে পারলে সিরিজ জয়সহ প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করেছিল সাকিবের দল। টাইগার শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটি বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল প্রথম ম্যাচেই। দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুতেই করেন আগ্রাসী ব্যাটিং। লিটন ৪৭ রানে ফিরলেও রনি তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।
এদিকে দীর্ঘদিন পর টাইগারদের হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। তিনিও রেখেছিলেন নিজের স্বাক্ষরতার পরিচয়। আউট হওয়ার আগে এই ব্যাটার করেছিলেন ৩০ রান। এ ছাড়া সাকিব করেছিলেন ২০ রান। দলের সব ব্যাটারই রয়েছেন রানের মধ্যে। তবে দিনশেষে সব আলো কেড়ে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে একাই গুঁড়িয়ে দেন আইরিশদের ব্যাটিং অর্ডার। এক সময় শঙ্কা জাগানো ম্যাচটাও হাতের নাগালে চলে আসে।
দ্বিতীয় ম্যাচের আগে একদিনের বিশ্রামে ছিল বাংলাদেশ। অবশ্য দলের সব খেলোয়াড় বিশ্রামে দিন কাটালেও অধিনায়ক সাকিবের ব্যস্ততা কম ছিল না। খেলা বা অনুশীলন না থাকায় সেই সুযোগে সাকিব ছুটেছিলেন বিজ্ঞাপনের কাজে। এদিকে প্রথম ম্যাচে কাঁধের চোটে পড়া রনির অবস্থাও ভালো। জানা গেছে দ্বিতীয় ম্যাচ খেলতে নেই কোনো বাধা।
বাংলাদেশের বিশ্রামের দিনে উল্টো অনুশীলনে ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ড দল। জহুর আহমেদের মাঠের নেটে ব্যস্ত সময়ই পার করেছেন সফরকারীরা।