সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা

0
109

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর :
নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল সৈয়দপুর শহরের সবজিবাজারসহ বিভিন্ন দোকানে তদারকি অভিযান পরিচালনা করছে। আজ শনিবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে তিনটি দোকানে ৬ হাজার টাকা জরিমানা করাসহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তাঁর সাথে ছিলেন সৈয়দপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকার ও থানা পুলিশের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শেরে বাংলা সড়কস্থ ইমাম মেডিকেল স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই হাজার এবং মূল্য তালিকা না রাখায় বখতিয়ার মুরগি দোকানের ২ হাজার ও মরিয়ম মুদি দোকান মালিকের ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযান চলাকালে মাইকিং করে সবজি বাজার ব্যবসায়ীদের বেশি মুল্যে পণ্য বিক্রি না করতে ও এর জন্য মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, বাজার নিয়ন্ত্রন রাখতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here