নিজেকে সমাহিত করার প্রক্রিয়া শুরু করেছে পুতিন

0
159

খবর৭১ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার নতুন একটি ডিক্রি জারি করেছেন।

এ ডিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ৩ লাখ সেনাকে জড়ো ও প্রস্তুত করা হবে।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন ও পশ্চিমা নেতারা।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, পুতিন বিপুল পরিমাণ সেনা জড়ো করার যে সিদ্ধান্ত নিয়েছেন এর মাধ্যমে ‘নিজ দেশেই নিজেকে সমাহিত করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি।’

এ ব্যাপারে টেলিগ্রামে ভিতালি ক্লিচকো বলেছেন, পুতিনের সেনা জড়ো করার ঘোষণা এবং পারমাণবিক হামলার হুমকি ইউক্রেনকে ধ্বংস করা ও ইউক্রেনে জয় পেতে আগ্রাসনকারীদের কোনো সহায়তা করবে না।

তিনি আরও বলেছেন, অত্যাচারী (পুতিন) অবশেষে সেই প্রক্রিয়া শুরু করেছে যা তার নিজ দেশে তাকে সমাহিত করবে।

সভ্য পৃথিবীকে বুঝতে হবে শয়তানকে চিরতরে ধ্বংস করে দিতে হবে। আর অবশ্যই ‘মিথ্যা শান্তি আলোচনার’ বিষয়ে কথা বলা বন্ধ করতে হবে, যোগ করেন ক্লিচকো।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here