ইরানে বিক্ষোভ অব্যাহত, বাড়ল নিহতের সংখ্যা

0
133

খবর৭১ঃ ইরানে পাঁচদিন ধরে চলা হিজাব বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

মঙ্গলবার জানা যায় বিক্ষোভে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার আরও দুইজনের মৃত্যুর কথা জানা যায়।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে কুর্দি তরুণি মাসা আমিনি নিহত হওয়ার প্রতিবাদে ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন নারীরা।

হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর মাসা আমিনিকে গ্রেফতার করে ইরানের নৈতিকতা পুলিশ। এরপর তিনি অসুস্থ হয়ে তিন দিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান।

তার মৃত্যুর পরই ইরানের বিভিন্ন স্থানে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পরে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাসা আমিনি অসুস্থ ছিলেন। আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন তিনি। তাদের নির্যাতনে তার মৃত্যু হয়নি।

কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, মাসা আমিনিকে মারধর করা হয়েছে যার কারণে অসুস্থ হয়ে মারা গেছে সে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্দোলনের চতুর্থ দিন বিভিন্ন জায়গায় অনেক নারী নেচে গেয়ে ও নিজেদের হিজাব পুড়িয়ে দিয়ে আন্দোলন করেন।

অনেক নারী প্রতিবাদের অংশ হিসেবে তাদের মাথার চুল কেটে ফেলেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here