বাসের ধাক্কায় মাইক্রোবাসের চারজন নিহত

0
135

খবর৭১ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চাকা পাংচার হয়ে রাস্তার মাঝে থেমে যায় মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় মাইক্রোবাসের চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। এরা সবাই গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আরশাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া উভয় গাড়ির ১২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল মোল্লা পরিবহণের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।

এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, বাসচালক বা হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here