ছাতকে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত আটক ১

0
305

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ ছাতকে বাড়ির সীমানায় থাকা একটি কলাগাছকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে শফিক মিয়া(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের কালরুকা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিক আলী কালারুকা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সেনুমালা বেগম(৩৫) নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। সে গ্রামের খালদে আহমদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানান যায়, বাড়ির সীমানায় থাকা একটি কলাগাছ নিয়ে কালারুকা পর্বপাড়া গ্রামের সুয়েব আহমদের স্ত্রী নিপনা বেগমের সাথে পাশের বাড়ির শফিক মিয়ার ভাতিজা রাসেল মিয়ার স্ত্রী আখলিমা বেগমের ক’দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে আখলিমা বেগম বিরোধকৃত এ কলাগাছটি কাটতে গেলে এতে বাধা দেয় নিপনা বেগম। এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাক-বিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সুয়েব আহমদের পক্ষ নিয়ে গ্রামের আনিছ আলীর পুত্র জামাল, কামাল মিয়া সহ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষ জামাল মিয়ার লোহার রডের আঘাতে শফিক মিয়া গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে সেনুমালা বেগমকে আটক করেন এসআই আসাদুজ্জামান। ছাতক থানার সেকেন্ড অফিসার খন্দকার আতিকুর রহমান হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে জানান, এ ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here