ওয়ানডে গতিতে সাকিবের ফিফটি, ইনিংস হার এড়িয়ে বাংলাদেশের লিড

0
141

খবর৭১ঃ চতুর্থ দিন বিকেলে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ে ডঙ্কা বাজছিল বাংলাদেশ শিবিবের।

যদিও মুশফিকুর রহিম আর লিটন দাস ছিলেন আশার প্রদীপ হয়ে। কিন্তু পঞ্চম ও শেষ দিনে শুরুতেই ২৩ রানে বিদায় নিয়ে সেই আশার প্রদীপের আলোকে প্রায় নিভিয়ে দেন মুশফিক।

৫৩ রানে ৫ উইকেট হাওয়া। না যেন ইনিংস পরাজয় দেখতে হয়! এমন বিপর্যয়ের মুখে দলের সাকিব আল হাসানকে নিয়ে দলের হাল ধরেছেন লিটন দাস।

ষষ্ঠ উইকেটে তাদের দারুণ এক জুটিতে ইনিংস পরাজয় এড়িয়ে লিড নিয়েছে বাংলাদেশ। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব, লিটনও ফিফটির দ্বারপ্রান্তে।

লঙ্কানদের দুই মূল বোলার রাজিথা ও আসিথার আক্রমণকে দারুণভাবে প্রতিহত করেছেন সাকিব-লিটন। অফস্ট্যাম্পের বাইরের বল পেলেই বাউন্ডারি হাঁকিয়েছেন দুজনে।

অনেকটা ওয়ানডের গতিতে ফিফটি হাঁকিয়েছেন সাকিব। ৬১ বলে, ৭ বাউন্ডারি এ রান জমা করেন সাকিব।

সাকিবের ২৭তম টেস্ট ফিফটি এটি। সেঞ্চুরি আছে সঙ্গে ৫টি। শ্রীলংকার বিপক্ষে ৯ টেস্টে ফিফটি হলো ৪টি, সেঞ্চুরি আছে একটি।

এ প্রতিবেদন লেখার সময় মধ্যাহ্নভোজ বিরতি চলছে। এর আগে প্রথম ইনিংসে ১৪১ রানে এগিয়ে থাকা শ্রীলংকাতে পেছনে ফেলে ৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। উইকেট বাকি আছে ৫টি।

সাকিব খেলছেন ৬১ বলে ৫২ রান নিয়ে। সঙ্গী লিটন দাসের রান ১২৭ বলে ৪৮। ৯৬ রানের জুটি গড়েছেন দুজনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here